জৈন্তাপুরে টিলা কেটে পাথর উত্তোলন ।
ফেব্রুয়ারি ৯, ২০২৩ , ৪:২৯ পূর্বাহ্ণ

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন্ স্থানে পাথর উত্তোলন চলছে।
গত ২৫ জানুয়ারী, ২০২৩ ‘জৈন্তাপুর পরিদর্শন  করা হয়।

পরিদর্শনকালে দেখা যায়, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন্ স্থানে পাথর উত্তোলন চলছে। জৈন্তাপুর ইউনিয়নের আলুবাগান ও মোকামপুঞ্জি নামক স্থানে ছোট ছোট টিলা ও সমতল ভূমি কেটে পাথর উত্তোল করা হচ্ছে। সিলেট তামাবিল আঞ্চলিক মহাসড়কের দু’পাশেই গভীর গর্ত করে চলছে পাথর উত্তোলন।

উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী ও কমলাবাড়ী এলাকায়ও একই অবস্থা।কমলাবাড়ী এলাকায় দেখা গেছে টিলা কেটে রাস্তার পাশে ঘর নির্মান করা হয়েছে। গোয়াবাড়ী এলাকায়ও একইভাবে গর্ত করে পাথর তোলা হচ্ছে। পরিদর্শকালে দেখা যায় টিলাতে অসংখ্য গর্ত করে নারী পুরুষ পাথর উত্তোলন করছেন। এবং ট্রাকের মাধ্যমে উত্তোলিত পাথর পরিবহন করতেও দেখা যায়। গোয়াবাড়ী এলাকার বিশাল টিলাটি অল্প ক’দিনেই অসংখ্য গর্তে প্রকৃত চেহারা হারিয়ে ফেলেছে।

টিলা কেটে পাথর উত্তোলনের ফলে এদিকে যেমন ভূমির প্রাকৃতিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, তেমনি ভূমি ধ্বসেরও আশংকা রয়েছে। এছাড়া এভাবে অবৈধভাবে পাথর উত্তোলন অব্যাহত থাকলে গর্তে পাথর চাপা পড়ে প্রাণহানী ঘটতে পারে।