শাহ আরফিন টিলা কর্তন বন্ধে আদালত অবমাননার জন্য বেলা’র নোটিশ
জানুয়ারি ২৬, ২০১৭ , ১০:০৯ পূর্বাহ্ণ

আজ (২৫ জানুয়ারী, ২০১৭) সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলাস্থ চিকাডোরা মৌজায় ১৩৭.৫০ একর নিয়ে অবস্থিত শাহ আরফিন টিলা কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ও আদালতের আদেশ পালন করতে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আ্ইনবিদ সমিতি (বেলা)।

পরিবেশগত ছাড়পত্র না নিয়েই চিকাডোরা মৌজায় অবস্থিত আরফিন টিলা কাটার বিরুদ্ধে বেলা ২০০৯ সালে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি জনস্বার্থমূলক মামলা (নং ৫৮৭৩/২০০৯) দায়ের করে।মহামান্য  হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি জনাব কামরুল ইসলাম সিদ্দিকী সমন্বয়ে গঠিত বেঞ্চ পরিবেশগত ছাড়পত্র না নিয়ে শাহ আরফিন টিলা কর্তনের দায়ে ১০ নং বিবাদীর ( ১০ নং নোটিশ গ্রহীতা জনাব মোহাম্মদ আলী, স্বত্বাধিকারী, মেসার্স বসির কোম্পানী, গ্রাম কাঠাল বাড়ি, কোম্পানীগঞ্জ, সিলেট) বিরুদ্ধে রুল নিশি জারি করেন এবং টিলা কাটার বিষয়ে নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন যা এখনো বলবৎ আছে।আদালতের এমন সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনের কাজ অব্যাহত রয়েছে।

আদালতের নির্দেশ সম্পূর্ণরুপে অমান্য করে টিলা কর্তন করে পাথর উত্তোলনের কাজ এখনো অব্যাহত থাকায় ১৩৭.৫০ একর টিলার অনেকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছে এবং সাম্প্রতিক সময়ে ৬ জন শ্রমিক নিহত হওয়ার মত ঘটনা ঘটেছে।মহামান্য হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে এবং অবিলম্বে শাহ আরফিন টিলা কাটা বন্ধ করতে সেইসাথে টিলা কর্তনকালে ক্ষতিগ্রস্থ নিহত ও আহত পাথর শ্রমিকদের ক্ষতিপূরন প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে বিবাদীগনের উপর এ আদালত অবমাননার নোটিশ প্রেরন করেছে বেলা।

বিবাদীগন হলেন ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়; সচিব, ভূমি মন্ত্রণালয়; সচিব, খনিজ ও জ্বালানী বিভাগ; মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর; জেলা প্রশাসক, সিলেট; পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো; পরিচালক, পরিবেশ অধিদপ্তর (সিলেট বিভাগীয় অফিস); উপজেলা নির্বাহী অফিসার, কোম্পানীগঞ্জ উপজেলা, সিলেট; অতিরিক্ত সচিব, ওয়াকফ প্রশাসন; স্বত্বাধিকারী, মেসার্স বসির কোম্পানী, গ্রাম কাঠাল বাড়ি, কোম্পানীগঞ্জ, সিলেট।



শাহ আরফিন টিলা কর্তন বন্ধে আদালত অবমাননার জন্য বেলা’র নোটিশ
জানুয়ারি ২৬, ২০১৭ , ১০:০০ পূর্বাহ্ণ

আজ (২৫ জানুয়ারী, ২০১৭) সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলাস্থ চিকাডোরা মৌজায় ১৩৭.৫০ একর নিয়ে অবস্থিত শাহ আরফিন টিলা কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ও আদালতের আদেশ পালন করতে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আ্ইনবিদ সমিতি (বেলা)।

পরিবেশগত ছাড়পত্র না নিয়েই চিকাডোরা মৌজায় অবস্থিত আরফিন টিলা কাটার বিরুদ্ধে বেলা ২০০৯ সালে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি জনস্বার্থমূলক মামলা (নং ৫৮৭৩/২০০৯) দায়ের করে।মহামান্য  হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি জনাব কামরুল ইসলাম সিদ্দিকী সমন্বয়ে গঠিত বেঞ্চ পরিবেশগত ছাড়পত্র না নিয়ে শাহ আরফিন টিলা কর্তনের দায়ে ১০ নং বিবাদীর ( ১০ নং নোটিশ গ্রহীতা জনাব মোহাম্মদ আলী, স্বত্বাধিকারী, মেসার্স বসির কোম্পানী, গ্রাম কাঠাল বাড়ি, কোম্পানীগঞ্জ, সিলেট) বিরুদ্ধে রুল নিশি জারি করেন এবং টিলা কাটার বিষয়ে নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন যা এখনো বলবৎ আছে।আদালতের এমন সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনের কাজ অব্যাহত রয়েছে।

আদালতের নির্দেশ সম্পূর্ণরুপে অমান্য করে টিলা কর্তন করে পাথর উত্তোলনের কাজ এখনো অব্যাহত থাকায় ১৩৭.৫০ একর টিলার অনেকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছে এবং সাম্প্রতিক সময়ে ৬ জন শ্রমিক নিহত হওয়ার মত ঘটনা ঘটেছে।মহামান্য হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে এবং অবিলম্বে শাহ আরফিন টিলা কাটা বন্ধ করতে সেইসাথে টিলা কর্তনকালে ক্ষতিগ্রস্থ নিহত ও আহত পাথর শ্রমিকদের ক্ষতিপূরন প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে বিবাদীগনের উপর এ আদালত অবমাননার নোটিশ প্রেরন করেছে বেলা।

বিবাদীগন হলেন ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়; সচিব, ভূমি মন্ত্রণালয়; সচিব, খনিজ ও জ্বালানী বিভাগ; মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর; জেলা প্রশাসক, সিলেট; পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো; পরিচালক, পরিবেশ অধিদপ্তর (সিলেট বিভাগীয় অফিস); উপজেলা নির্বাহী অফিসার, কোম্পানীগঞ্জ উপজেলা, সিলেট; অতিরিক্ত সচিব, ওয়াকফ প্রশাসন; স্বত্বাধিকারী, মেসার্স বসির কোম্পানী, গ্রাম কাঠাল বাড়ি, কোম্পানীগঞ্জ, সিলেট।